খুলনা, বাংলাদেশ | ২৫ মাঘ, ১৪৩১ | ৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  আজ থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রপোজ ডে আজ, মনের কথাটি কীভাবে জানাবেন?

লাইফ স্টাইল ডেস্ক

ভালোবাসার মানুষ হিসেবে কাউকে চাওয়ার আগে অবশ্যই তার সম্মতি প্রয়োজন। আর তার এই সম্মতি আদায় করতে হবে খুব শালীন ও সবচেয়ে সুন্দর উপায়ে, তাই না? ভ্যালেন্টাইনস সপ্তাহের আজকের দিনটি অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ‘প্রোপজ ডে’ হিসেবে পালিত হয়। আর মনের মানুষকে মনের কথা জানানোর জন্য আজকের দিনটিই তাই সবচেয়ে সুন্দর দিন।

আজকের দিনটি ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন। যা কি-না সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উদযাপিত হয়। গতকাল ছিল সম্ভাব্য ভালোবাসার মানুষটিকে গোলাপ দেয়ার দিন অর্থাৎ ‘রোজ ডে’। যারা তাদের প্রিয়জনকে গোলাপ দেয়ার সুযোগ হারিয়েছেন তারা আজকের এই প্রোডজ ডে-টি ভালোবাসা জানানোর কাজে ব্যবহার করতে পারেন।

বিশেষ মানুষটিকে মনের কথা জানিয়ে দেয়াটা এত সহজ নয় কারণ আপনি কী বলবেন এবং কী করতে চাচ্ছেন তা আগে থেকেই গুছিয়ে নেয়া দরকার। ভালোবাসার মানুষের সামনে আমাদের ভালোবাসা প্রকাশের সময় এলেই মুশকিলে পড়ে যেতে হয়। কাউকে প্রোপজ করাটা আসলে এমন একটি বিষয় যা কেবল একবারই করা সম্ভব এবং আপনি যদি সঠিক জায়গায় কড়া নাড়তে পারেন তবে পছন্দের মানুষটির ভালোবাসা অর্জন করতে পারবেন।

অপরপক্ষ আপনার প্রস্তাব গ্রহণ করলে খুব স্বাভাবিকভাবেই তা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে শতগুণ। কোনো একজন মানুষ সারাজীবন আপনার সঙ্গে চলতে আগ্রহী, এমনটা ভাবলেই তো খুশিতে মাথা এলোমেলো হয়ে যাওয়ার কথা! সারাজীবন ধরে পরস্পর আবেগ ভাগাভাগির এই প্রক্রিয়াটি শুরু হয় ‘প্রোপজ’-এর মাধ্যমে।

চলুন জেনেনি এই দিনটিকে বিশেষ করে তুলতে কয়েকটি উক্তি –

# তোমার ভালোবাসায় আমি অনেক প্রভাব দেখেছি,
এখন আমি তোমার স্বপ্নে শহরটি দেখেছি।
আমি তোমার হ্যাঁর অপেক্ষায় আছি,
তোমার ভালোবাসায় আমি নিজেকে অচেনা মনে করলাম।

# আমার সকাল তোমার নামে হোক,
তোমার নামে আমার সন্ধ্যা আসুক।
কোন ইচ্ছাই যেন অপূর্ণ না থাকে,
আমার ঠোঁটে শুধু তোমার নামই ভেসে ওঠে।

# তুমি আমার চা, আমি তোমার চিনি,
তোমাকে ছাড়া প্রতিটি সকাল অসম্পূর্ণ।
রাজি হও, আমার ভালোবাসা, অস্বীকার করো না,
তোমাকে ছাড়া আমার ভালোবাসা অসম্পূর্ণ।

# তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ,
তোমার হাসি আমার হৃদয়কে আলোকিত করে।
এই ভালোবাসা আর কতদিন লুকিয়ে রাখবো?
আজ আমি তোমাকে বলছি, তুমিই আমার পৃথিবী।

# তোমার ইচ্ছা আমার ভক্তিতে পরিণত হয়েছে,
তোমার সুবাস আমার জীবন হয়ে উঠল।
আমি কখনো ভাবিনি যে আমি তোমাকে ভালোবাসবো,
কিন্তু এখন তুমি আমার প্রয়োজন হয়ে গেছো।

# আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি,
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না,
আমি প্রতি মুহূর্তে তোমার হ্যাঁর জন্য অপেক্ষা করি।

# আমার হৃদয় বলছে তোমাকে ভালোবাসতে,
তোমার জন্য আমি আমার হৃদস্পন্দন উৎসর্গ করব।
তুমিও আমার ভালোবাসা গ্রহণ করো,
এসো, আমার প্রতিটি সন্ধ্যা তোমাকে উৎসর্গ করি।

# তোমাকে ছাড়া প্রতিটি দিন অসম্পূর্ণ মনে হয়,
তোমার কথা মনে করে আমার রাতগুলো কেটে যায়।
তুমিই আমার হৃদয়ের কামনা,
এবার শুধু হ্যাঁ বলো, এই তো।

# তোমার হাসি আমার সবচেয়ে বড় সুখ,
তোমার দুঃখই আমার সবচেয়ে বড় সমস্যা।
যদি তুমি আমার হও,
তাহলে আমার পৃথিবী সুন্দর হয়ে উঠবে।

# তোমার একটা হাসিই আমার জীবন হয়ে উঠুক,
তোমার সুখ আমার পরিচয় হয়ে উঠুক।
যদি তুমি আমার সাথে থাকো,
তাই ঈশ্বরও আমার পরিচয় হওয়া উচিত।

আমাদের চারপাশের পৃথিবীটা খুবই ছোট। সেখানে যখন আমরা এমন একজনকে খুঁজে পাই যার সঙ্গে মন খুলে দুই মিনিট কথা বলা ছাড়াও সম্পূর্ণ বোঝাপড়া একটা দারুণ পর্যায়ে থাকে। সেখানে ভালোবাসায় কোনো ভয় থাকে না। এমন একজন মানুষ আপনিও খুঁজে পান, আজকের দিনে এমনটাই প্রত্যাশা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!