প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।
জামায়াত সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সত্যতা নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। এতে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বৈঠকের পর আলোচনার বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষ। তবে এ বৈঠকের পর, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মঙ্গলবারের গণঅবস্থান কর্মসূচি স্থগিত করে জামায়াত।
কী কী বিষয়ে আলোচনা হয়েছে প্রশ্নে ডা. তাহের বলেন, এক ঘণ্টার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়েছে।
খুলনা গেজেট/এএজে