খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাজধানীর সদরঘাটের শ্যামবাজারঘাটে লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে
  বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত : ইসি সচিব
  নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক ড্রাইভার নিহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন বিশ্বাসী : সালাম মুর্শেদী

তেরখাদা প্রতিনিধি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সাবেক তারকা ফুটবলার এনভয় গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামোর উন্নয়ন হয়। নতুন নতুন সেতু, কালভার্ট, ব্রীজসহ যোগাযোগ ব্যবস্থায় সার্বিক উন্নয়ন হয়, দারিদ্র বিমোচন বাংলাদেশ এখন পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে এগিয়ে। এই সরকারের আমলেই বাংলাদেশ এখন বিশ্বের দরবারে রোল মডেল। তাই এই সরকারকে বার বার ক্ষমতায় আনতে সকলকে এগিয়ে আসতে হবে।’

শনিবার দুপুর ২ টায় তেরখাদা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশব্যাপী ধর্ষণ নিয়ে চলছে তুমুল আন্দোলন। যারা ধর্ষক, যারা অপরাধী তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’ তবে যারা ধর্ষণকে পূঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য দলীয় নেতা কর্মীদের সোচ্চার আহবান জানান।

তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাজ, ভূমিদস্যুসহ অপকর্মের কোন হোতাদের স্থান হবে না, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, আর এ দেশের উন্নয়নে অগ্রযাত্রাকে যারা বাধাঁগ্রস্থ করছে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।’

তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনভয় গ্রুপের পরিচালক এমপি পত্নী শারমিন সালাম, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মোল্যা এমদাদুল হক, মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কার, রূপসার নৈহাটি ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ ফকির, আয়ুব মল্লিক বাবু, জাহাঙ্গীর হোসেন, শেখ তবিবুর রহমান, বাছিতুল হাবিব প্রিন্স, বুলবুল আহমেদ মোল্যা, শেখ রাজা মিয়া, আব্দুর রাজ্জাক রাজা, আ’লীগ নেতা আক্তার ফারুক, প্রশান্ত কুমার দে, দেলোয়ার হোসেন, দিলু মোল্যা, মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, ইলিয়াছ শেখ, নাজির শেখ, যুবলীগ নেতা এফ এম মফিজুর রহমান, এস এম ওবায়দুল ইসলাম বাবু, শেখ শামীম হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারন সম্পাদক ইমরান হোসেন ইমু প্রমুখ।

এরপর বিকাল ৩ টায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে এমপি আব্দুস সালাম মুর্শেদী হুইল চেয়ার বিতরণ করেন। বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও তেরখাদা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের পরিচালনায় বারাসাত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন তিনি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!