তারুণ্যের উৎসব উদযাপনে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক-বালিকা টূর্নামেন্টের বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বালক বিভাগে খুলনার কয়রা উপজেলার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ নড়াইল লোহাগড়া উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে যশোর চৌগাছা উপজেলার সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে মেহেরপুর সদরের শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নড়াইল লোহাগড়া উপজেলার মণ্ডলভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও ঝিনাইদহ শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে মাগুরা শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।
খুলনা গেজেট/এম মিলন