খুলনা, বাংলাদেশ | ১১ কার্তিক, ১৪৩১ | ২৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তর
  জুলাই-আগস্ট গণহত্যায় আনিসুল হক-সালমান এফ রহমানসহ ১৪ জনকে ট্রাইব্যুনাল মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, ১৮ নভেম্বর হাজির করার নির্দেশ

প্রথমার্ধে ভুটানের জালে বাংলাদেশের গোলবন্যা

ক্রীড়া প্রতিবেদক

মেয়েদের সাফ চ্যাম্পিয়নিশপের ফাইনালে ওঠার লক্ষ্যে ‍ভুটানের মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শক্তিমত্তায় এগিয়ে থাকা সাবিনা খাতুনের দল প্রথমার্ধে রীতিমতো গোল উৎসব করেছে। সাবিনা-তহুরারা একে একে তাদের জালে বল জড়িয়েছে পাঁচবার। শেষদিকে এক গোল শোধ করেছে ভুটান। বিরতির আগে স্কোরলাইন ৫-১।

নেপালের কাঠমান্ডুতে সাফের প্রথম সেমিফাইনালে বাংলাদেশি ফুটবলারদের গতির কাছে ভুটান যেমন পরাস্ত হয়েছে, তেমনি ভয়াবহ দুর্বলতা ফুটে উঠেছে রক্ষণে। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই জোড়া গোল করেছেন সাবিনা খাতুন ও তহুরা খাতুন। আরেকটি গোল আসে ঋতুপর্ণা চাকমার পা থেকে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ দেয়ালে বাধা পায় সেটি। অবশ্য প্রথম লিড নিতে তাদের তেমন অপেক্ষা করতে হয়নি। সপ্তম মিনিটেই তহুরা খাতুনের পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ঋতুপর্ণা চাকমা। শামসুন্নাহর জুনিয়রের চোটে একাদশে সুযোগ পাওয়া সাগরিকাও গোল পেতে পারতেন দ্বাদশ মিনিটে। তবে ঋতুপর্ণার উড়ন্ত পাস হেড দিয়ে গোলবারে ঠেলে দিলে ঠেকিয়ে দেন ভুটান ডিফেন্ডার।

১৫ মিনিটে বাংলাদেশের লিড ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। তাতে অবশ্য দায় ছিল ভুটানের। ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার সুযোগ কাজে লাগিয়েছেন তিনি। ডি বক্সের ঠিক সামনে থেকে তহুরা বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন। পরে ১৮ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ভুটান। তাদের বাড়ানো বল ঠেকাতে এগিয়ে যান বাংলাদেশি গোলরক্ষক রুপনা চাকমা। এ সময় গোলবার কিছুক্ষণ ফাঁকা থাকলেও ভুটানের ডেকি লাজন বেশ দূর দিয়ে বল বাইরে মেরে দেন। এরপর উভয়পক্ষ আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। ২১তম মিনিটে ফের গোলরক্ষককে একা পেয়ে তার হাতেই দুর্বল শট নেন ভুটানের নামগিল দেমা।

২৪তম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। তার শট গোলবারে লেগে ফেরার পর প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেন মনিকা চাকমা। তার পাস পেয়ে সাবিনা শট নেন দূর থেকে। হতাশ হওয়ার এক মিনিটের মাথায় পেলেন কাঙ্ক্ষিত গোল। বাংলাদেশ লিড নেয় ৩-০ গোলে।

ম্যাচটিতে তহুরা নিজের দ্বিতীয় গোল করেন ৩৫ মিনিটে। ভুটানের একজনকে কাটিয়ে তিনি শট নেন ডি বক্সের বাইরে থেকে। তহুরার দৃষ্টিনন্দন সেই শট বাংলাদেশকে ৪ গোলে এগিয়ে দেয়। ৩৭ মিনিটে ফের সাবিনার আঘাত। এবার গোলরক্ষক রুপনার বাড়ানো বল মধ্যমাঠ থেকে নিয়ে এগিয়ে যান বাংলাদেশ অধিনায়ক। বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ডানপ্রান্ত দিয়ে তিনি বল জালে জড়ান।

৪২ মিনিটে এক গোল শোধ করে ভুটানের মেয়েরা। ডেকি লাজনের নেওয়া শট পা বাড়িয়েও ঠেকাতে ব্যর্থ হয়েছেন রুপনা। ৫-১ গোলে লিড নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!