খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  গাজীপুরে গরু চোর সন্দেহে দুই জনতে পিটিয়ে হত্যা
বর্ধিত সভায় বাবুল রানা

প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার শপথ নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধুর স্বাধীনতা। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও নিজেদের অর্থনৈতিক সক্ষমতা দেখানোর মতে দুঃসাধ্য কারো ছিলনা। নিজস্ব অর্থায়নে এতো বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বকে অর্থনৈতিক সক্ষমতা দেখানোর সেই দুঃসাধ্য দেখালেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাঙালি জাতিকে পদ্মা সেতু উপহার দিয়েছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। সকল অপপ্রচার ও ষড়যন্ত্রকে মোকাবেলা করে ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সামনে এগিয়ে যাবে। যারা দুষ্কৃতিকারী তারা সংগঠনে থাকতে পারবে না। সংগঠন নিয়মাতান্ত্রিক উপায়ে চলবে। কেউ তাকে বাধাগ্রস্থ করতে পারবে না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাই ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার শপথ নিতে হবে।

বুধবার সন্ধ্যায় ফুলবাড়ীগেট খানজাহান আলী থানা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহাগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। থানা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমানের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাজী জাকারিয়া রিপন, এস এম মনিরুজ্জামান মুকুল, সাকিল আহমেদ, সুরুজ জামান হানিফ, হাবিবুর রহমান, সলেমান মুন্সি, দুলাল চন্দ্র, কামরুল হোসেন, সেলিম রেজা, কামাল আহমেদসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!