খুলনা, বাংলাদেশ | ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
  চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  বাংলাদেশ দলের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিলো পাকিস্তান

প্রতিটি গ্রামগঞ্জে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই : সারজিস

গেজেট ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রতিটি গ্রামগঞ্জ, ইউনিয়ন, উপজেলায় নতুন এই দল এনসিপির পক্ষ থেকে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই। কারণ আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই, তারা মাঠপর্যায়ে গিয়ে দেখলে আসল জিনিসটা বুঝতে পারব, মানুষ কীভাবে আছে বা তারা কী চায়।

বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত তৃতীয় দিনের মতো নিজ এলাকায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় গিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় সারজিস বলেন, আমরা তরুণ প্রজন্ম একসঙ্গে হয়ে যারা এ গণঅভ্যুত্থান ঘটিয়েছি এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতি করতে ইচ্ছুক, আমরা সে জায়গা থেকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি।

সারজিস আলমের সঙ্গে আওয়ামী লীগের লোকজনের সম্পৃক্ততা দেখা যাচ্ছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো বড় অন্যায়-অপকর্মের সঙ্গে যুক্ত ছিল না। কোনো খুন-গুম এসবের সঙ্গে জড়িত ছিল না। যদি এসে এখন কেউ আমার কাছে দাঁড়ায়, আমি তো উনাকে সরায় দিতে পারব না। উনি বাংলাদেশের একজন নাগরিক। লোক হিসেবে যদি ভালো হয়… আমি কি ওই লোকটাকে তাড়িয়ে দিতে পারি?

শেখ হাসিনার উদ্দেশে সারজিস আলম বলেন, হাসিনা যে দেড় হাজার মানুষকে খুন করেছে, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য, এটাও আমাদের বলতে হবে। কারণ সে ক্ষমতায় জনগণের ভোট নিয়ে যায়নি। বিগত তিনবার কোনো নির্বাচন হয়নি। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের যারা ছিল, তাদের ভোট সেন্টারে ঢুকতে দেয়নি। তাদের ঠিকমতো প্রার্থী হতে দেয়নি। বাড়িতে থাকতে দেয়নি। জনগণ সাক্ষী দেবে সেই সময় কী হয়েছে। এই দায় দলের প্রধান হিসেবে শেখ হাসিনাকে নিতে হবে। যেই মানুষটা ক্ষমতায় টিকে থাকার জন্য সন্তানের মতো দেড় হাজার মানুষকে মেরে ফেলছে, ওই মানুষটার বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!