খুলনা, বাংলাদেশ | ৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৬
  কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

প্রকৃতিতে ফিরলো উদ্ধার হওয়া ৩৫১ টি কচ্ছপ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট থেকে উদ্ধার চার প্রজাতির ৩৫১টি কচ্ছপ প্রকৃতি অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শনিবার দুপুরে খুলনা তেরখাদা উপজেলার চিত্রা নদী, ভৈরব নদ, আঠারোবাকি নদীতে ৩৪৯টি কচ্ছপ অবমুক্ত করে। আর উদ্ধার হওয়া দুটি হলুদ কাইট্টা কচ্ছপ পাহাড়ি এলাকায় ছাড়া হবে।

গত শুক্রবার বিকেলে ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় র‌্যাব-৬, উপজেলা প্রশাসন ও বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা যৌথ অভিযান চালিয়ে ওই কচ্ছপগুলো উদ্ধার করে।

অভিযানে ৬টি বস্তায় মোট ৩৭৭টি কচ্ছপ উদ্ধার হয়। এর মধ্যে ২৫১টি জীবিত ছিল, বাকি ২৬টি কচ্ছপ উদ্ধার হয় মৃত অবস্থায়।

উদ্ধার হওয়া চার প্রজাতির কচ্ছপের মধ্যে ৩৬৩টি সুন্ধি কচ্ছপ, ৬টি ধুম কচ্ছপ, ৬টি কড়ি কাইট্টা কচ্ছপ এবং ২টি হলদে কাইট্টা বা হলুদ কচ্ছপ।

এ সময় আটক মাদারীপুরের মো. মনিরুজ্জামান (৩৮), বাগেরহাটের মোরেলগঞ্জের মো. আরিফুল ইসলাম বাচ্চু (৩৭) ও ফকিরহাটের দিলিপ রায়কে (৩৫) ভ্রাম্যমাণ আদালত ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল বলেন, উদ্ধার কচ্ছপগুলোর মধ্যে জীবিত ৩৫১টি শনিবার আবারও প্রাকৃতি পরিবেশে অবমুক্ত করা হয়েছে। ২টি হলদে কাইট্টা পাহাড়ি এলাকায় ছাড়া হবে।

তিনি আরো বলেন, বন্যপ্রাণী আইন অনুযায়ী প্রকৃতিতে হুমকির মুখে থাকা এই কচ্ছপ ধরা, মারা, শিকার, ক্রয়-বিক্রিয় সম্পূর্ণ নিষিদ্ধ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!