খুলনার পূর্ব রূপসায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাহাতিব (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার এলাইপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অপর দু’জন গুরুতর আহত হয়েছেন।
মৃত যুবক বাগেরহাটা জেলার ফকিরহাট উপজেলার বেলতলী গ্রামের মো. শহীদুলের ছেলে। ওই যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৬ টার দিকে রূপসা উপজেলা থেকে অচেতন অবস্থায় মাহাতিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন উপজেলার এলাইপুর এলাকার স্থানীয়রা। তার অবস্থা খুব মুমূর্ষু ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বিকেলে উপজেলার এলাইপুর এলাকায় ৩ জন যাত্রী বেপরোয়া গতিতে মোটরসাইকেল ঢেউ দিয়ে চালাচ্ছিল। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকেলের ৩ যাত্রী রাস্তার ওপর পড়ে যায়। এদের মধ্যে মাহাতিব গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তার মৃত্যু হয়েছে কি না তা তিনি নিশ্চিত করে বলতে পারেন নি।
খুলনা গেজেট/সাগর/এএজে