খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৫৬

পুলিশ হবে নিরপেক্ষ, সে কোন রাজনৈতিক দলের হবে না : কেএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেছেন, পুলিশ হবে নিরপেক্ষ সে কোন রাজনৈতিক দলের হবে না। ন্যায়পরায়ণ হবে। বৃহস্পতিবার (২ জানুযারী) বিকেলে রূপসা ঘাট এলাকায় পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মতবিনিময়কালে কেএমপি কমিশনার পুলিশের প্রতি মানুষের প্রত্যাশার পাশাপাশি নাগরিকদের আইন মান্যতার গুরুত্ব তুলে ধরেন। সমবেত জনতারাও তাদের বক্তব্য তুলে ধরেন।

কেএমপি কমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা পুলিশের ভাবমূর্তি উত্তরণের চেষ্টা করে যাচ্ছি। সেজন্য আমরা মিলনায়তনে বা সেমিনারে বসে মিটিং না করে আজ আপনাদের সাথে কথা বলার জন্য এবং কথা শোনার জন্য আপনাদের কাছে এসেছি। কারণ মিলনায়তন বা সেমিনারে মধ্য মিটিং করলে সেই মিটিংয়ের বিষয়বস্তু বাইরের কেউ জানতে পারে না।

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবেলায় কোথায় দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। সাহসী ভূমিকা থাকবে। মাদক সন্ত্রাসের বিষয়ে কোন নাগরিক তথ্য প্রদান করলে তথ্যদাতার নিরাপত্তার জন্য তার পরিচয় গোপন রাখতে হবে। পুলিশ মানুষ জনের প্রতি কেয়ারিং অ্যাটিটিউড দেখাবে। মানবিক আচরণ করবে। অভদ্র আচরণ করবে না। পুলিশ ঘুষ খাবে না বেতনের মধ্য থেকে সততার সহিত জীবন যাপন করবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। একইভাবে জনগণের প্রতিও পুলিশের কিছু প্রত্যাশা আছে। পুলিশ ও জনগণ পরস্পরকে সহযোগিতা করবে। ভিন্ন মত ধর্মের প্রতি সহনশীল হতে হবে। নাগরিক হিসেবে বিশেষ কিছু দায়িত্ব পালন করতে হবে। যেমন তথ্য দেওয়া, আইন মেনে চলা, পারস্পরিক সহমর্মিতা।

এই প্রেগ্রাম সকল শ্রেণি-পেশার মানুষের কাছে না পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!