খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি
  ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

পুলিশের নির্দেশনা উপেক্ষা করে খুলনা জেলা জাপার শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

আজ জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলের খুলনা জেলা শাখার আয়োজন ছিল বর্ণাঢ্য। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা। শোভা যাত্রা না করার জন্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা থাকা সত্ত্বেও দলীয় কর্মীরা রাস্তায় নেমে কর্মসূচি সফল করে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর জেলা জাপার এই প্রথম কর্মসুচি।

দলীয় কার্যালয় থেকে দুপুর ১২টায় শোভাযাত্রা বের হয়। তার আগে পুলিশ কর্মকর্তারা পূর্ব ঘোষিত কর্মসুচি শোভাযাত্রা না করার জন্য নির্দেশনা দেন। উপস্থিত কর্মীরা পুলিশের নির্দেশনা উপেক্ষা করে রাস্তায় নামে। পরে দলীয় কার্যালয়ে “শুভ শুভ জন্ম দিন, জাপার জন্ম দিন”, আজকের এই দিনে এরশাদ তোমায় মনে পড়ে ইত্যাদি শ্লোগানের মধ্য দিয়ে কেক টাকা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সূচির শেষ পর্বে জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দলের জেলা শাখার সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন নগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নগর শাখার সহ-সভাপতি এ্যাড. অচিন্ত কুমার দাশ, জেলা শাখার সহ-সভাপতি, কেন্দ্রীয় সদস্য মোস্তফা শফিকুল ইসলাম ঢালী, জেলা শাখার সহ-সভাপতি ফরহাদ আহমেদ, এ্যাড. লুৎফর রহমান ও আব্দুস সবুর মাষ্টার।

সভায় বক্তারা উল্লেখ করেন স্বৈরশাসন বিরোধী আন্দোলনে জাতীয় সংসদে এবং রাজপথে দলের চেয়ারম্যান ভূমিকা রাখেন। সাবেক সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে জাতীয় পার্টি সোচ্চার ছিলেন বলে বক্তারা উল্লেখ করেন। তারা দৃঢ়তার সাথে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাপা শরীক হয়েছে।

অনুষ্ঠানে পাইকগাছা, কয়রা, দিঘলিয়া, ডুমুরিয়া, রূপসা, বটিয়াঘাটা, দাকোপ ও তেরখাদা উপজেলার কর্মিরা অংশ নেয়।

উল্লেখ দুপুরে জেলা জাপার কর্মসুচিতে অব্যাহতি নেওয়া সভাপতি শফিকুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক মো. হাদীউজ্জামান হাদি অনুপস্থিত ছিলেন। বিকেলে দলের নগর শাখা আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা নেতারা হাজিরা দেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!