খুলনা, বাংলাদেশ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গাজীপুরের পূর্বাইলে লরি-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
  নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
  গাজীপুরের কাশিমপুরের স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
  ব্যবসায়ীকে অপহরণ : যুবদলের সাবেক সভাপতি, জাতীয় নাগরিক পার্টির নেতাসহ আটক ৫

পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি উপকূলবাসীর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সুপেয় পানি নিশ্চিতে পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি জানিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলবাসী। শনিবার (২২ মার্চ) বিশ্ব পানি দিবস উপলক্ষে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলীতে এক জনমতামত অনুষ্ঠানে এই দাবি জানানো হয়।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহায়তায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, সবুজ সংহতি ও স্থানীয় জনগোষ্ঠী ‘বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের পানির অধিকার নিশ্চিতকরণে করণীয় শীর্ষক এই জনমতামত অনুষ্ঠানের আয়োজন করে।

উপকূলীয় অঞ্চলে পানির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, পানি পণ্য নয়,অধিকার। প্রত্যেকের উচিত পানির অপচয় রোধ করা, বৃষ্টির পানি সংরক্ষণ করা এবং দূষণ কমানোর জন্য উদ্যোগ নেওয়া। স্থানীয় প্রাকৃতিক খাল, দীঘি, পুকুর উন্মুক্ত রাখা এবং পুনঃসংস্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা। টেকসই ভবিষ্যতের জন্য পানির সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকলকে সচেতন হতে হবে, পানি সংরক্ষণে উদ্যোগ নিতে হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুলতলী কৃষক সংগঠনের সভাপতি সুজিত সরদার। এসময় আরও উপস্থিত ছিলেন, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সবুজ সংহতি’র সদস্য সরমা রানী, সুজাতা রানী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম মুন্সিগঞ্জ ইউনিটের সভাপতি গৌতম মন্ডল প্রমুখ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!