খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

পাঠকদের নিউজের ক্ষুধা নিবারণে ঈদের ছুটিতেও ব্যস্ত সংবাদকর্মীরা

গে‌জেট ডেস্ক

ছুটিতে এরই মধ্যে ফাঁকা হয়ে গেছে ঢাকা। তবে গণমাধ্যমগুলো লোকবল কমিয়ে হলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে আগের মতোই।

সংবাদকর্মীদের এক ঈদে ছুটি মেলে তো অন্য ঈদে মেলে না। কেউ কেউ কাজ করেন দুই ঈদেই। স্বজনদের থেকে দূরে থেকে দায়িত্বকেই আপন করে নেন তারা।

সোমবার ঢাকার বেশ কিছু সংবাদমাধ্যমের অফিস ঘুরে কর্মব্যস্ত সেসব সংবাদকর্মীর সঙ্গে কথা হয় নিউজবাংলার।

দৈনিক সমকালের অনলাইন ইনচার্জ সবুজ ইউনুছ বলেন, ‘একজন গণমাধ্যমকর্মী হিসেবে আমাদের যে দায়িত্ব-কর্তব্য রয়েছে, সেটি তো আমাদের পালন করতেই হয়। একসঙ্গে তো আর সবকিছু বন্ধ করা যায় না।’

তিনি বলেন, ‘ঈদের সময় পত্রিকা তিন দিন বন্ধ থাকে। তবে এই সময়ে অনলাইন ভার্সন চালু থাকে। এই সময় মানুষ কোথায় কী ঘটল, তা জানার জন্য অনলাইন দেখে। আমরা মানুষের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে নিজের চাওয়া-পাওয়াকে বিসর্জন দিয়ে থাকি।’

সমকালের সিনিয়র সাব-এডিটর এ কে এম ওবায়দুর রহমান বলেন, ‘পত্রিকা তিন দিন ছুটি পেলেও অনলাইন খোলা রাখতে হয়। যে কারণে ছুটির দিনেও আমাদের কাজ করতে হয়।’

অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজের ভারপ্রাপ্ত নিউজ এডিটর আসিফ আজিজ বলেন, ‘ঈদের ছুটিতে না গিয়ে অফিস করার মধ্যেও এক ধরনের আনন্দ রয়েছে। কষ্টের মধ্যেও আনন্দ খুঁজে নিতে হয়।’

তিনি বলেন, ‘ঈদের ছুটিতে আমাদের কিছু সহকর্মী আপনজনদের কাছে গিয়েছেন। আমরা যারা অফিস করছি বলেই তারা যেতে পেরেছেন। সহকর্মীরা ছুটি ভোগ করতে পারছেন। এই যে ত্যাগ, এর মধ্যেও এক ধরনের আনন্দ রয়েছে। ঈদে পরিবার রেখে অফিসের সহকর্মীদের সঙ্গে কাজের পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়াও ভাগ্যের ব্যাপার।’

একই প্রতিষ্ঠানে সাব-এডিটর ফেরদৌসি যুথি বলেন, ‘অফিসকে দ্বিতীয় ঘর বলা হয়। তার কারণ দিনের বেশির ভাগ সময়ই এখানে সহকর্মীদের সঙ্গে কাটে। সেই ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া ভিন্ন একটা অনুভূতি। তবে পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা আক্ষেপ তো থেকেই যায়।’

অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্টের জয়েন্ট নিউজ এডিটর মাহাবুর আলম সোহাগ বলেন, ‘এ পেশায় যুক্ত হওয়ার পর থেকেই একটি কথা মনের মধ্যে গেঁথে গেছে, সেটি হলো পাঠকদের নিউজের ক্ষুধা নিবারণের দায়িত্ব আমাদের। এ জন্য সময়মতো সংবাদটি পরিবেশন করতে না পারলে নিজেদের মধ্যেই খারাপ লাগে।

‘সে কারণে ঈদ বা যেকোনো উৎসবে ছুটিছাঁটার কথা চিন্তা না করে কাজের মধ্যে থাকতে হয়। এটি এখন আমাদের অভ্যাসের মধ্যে ঢুকে গেছে। এ জন্য এখন কাজের মধ্যেই প্রশান্তি খুঁজি।’

ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার সাবিনা পুঁথি বলেন, ‘এখন ভীষণ ব্যস্ত সময় কাটছে। ঈদ বা বিশেষ দিনগুলোয় গণমাধ্যমকর্মী হিসেবে আমাদের ব্যস্ততা আরও বেশি বেড়ে যায়। ছুটিতে আমাদের কাজের সময় আরও বেড়ে যায়।

‘এবার ঈদের ছুটিতে সিনেমা হলে গিয়ে একটি সিনেমা দেখার পরিকল্পনা ছিল। কিন্তু ছুটি বাতিল হওয়ায় পরিকল্পনাটিও বাতিল করা হয়েছে। সবকিছুতেই আমাদের আসলে খাপ খাইয়ে নিতে হয়।’

সংবাদকর্মী তারেক মাহমুদ বলেন, ‘সাংবাদিকদের ঈদ কাটে খবরের পেছনে ছোটাছুটি করে। সারাক্ষণ দায়িত্ব তাদের তাড়া করে বেড়ায়। পাঠকের কাছে সর্বশেষ খবর পৌঁছে দেয়ার তাড়নায় খবরের মানুষগুলো ব্যক্তিগত আনন্দকে বিসর্জন দিতে বাধ্য হই।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!