খুলনা, বাংলাদেশ | ১৪ চৈত্র, ১৪৩০ | ২৮ মার্চ, ২০২৪

Breaking News

  ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত
  সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন মারা গেছেন
  নওগাঁয় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত
  যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

পাটকল চালুসহ ১৪ দফা দাবিতে সম্মিলিত নাগরিক পরিষদের ভুখা মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত্ব পাটকল অবিলম্বে চালু, অবসরপ্রাপ্ত কর্মরত বদলী-অস্থায়ী শ্রমিকদের সকল বকেয়া প্রদানসহ ১৪ দফা দাবীতে বাম গণতান্ত্রিক জোট আহুত প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও-এর সমর্থনে খুলনায় ভুখা মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয়। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা’র উদ্যোগে খালিশপুর প্লাটিনাম জুট মিল গেট হতে খালিশপুর জুট মিল গেট পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

পরিষদের যুগ্ম আহ্বায়ক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু’র সভাপতিত্বে এবং টিইউসি জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দনের সঞ্চালনায় বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা নিতাই পাল, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুব ইউনিয়ন মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, গণসংহতি আন্দোলন, খালিশপুর থানা আহ্বায়ক আলমগীর হোসেন লিটু, শ্রমিকনেতা আব্দুর রাজ্জাক হাওলাদার, রুস্তম আলী মোল্যা, মোঃ আবুল হাসেম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সনজিত মন্ডল, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর সম্পাদক অনীক ইসলাম, ছাত্র ইউনিয়ন বিএল কলেজ শাখার সভাপতি সোমনাথ দে প্রমুখ।

অনুরূপ কর্মসূচিতে একই সময়ে ইষ্টার্ণ জুট মিল গেট থেকে পথের বাজার পর্যন্ত ভুখা মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক খানের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা মেহেদী হাসান বেল্লালের সঞ্চালনায় এ সভায় বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় বিকল্প সদস্য গাজী নওশের আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আনিসুর রহমান মিঠু, গণসংহতি আন্দোলন, ফুলতলা উপজেলা আহ্বায়ক অলিয়ার রহমান, শ্রমিকনেতা মোঃ জাকির সরদার, মোঃ কামরুজ্জান, রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া রাজঘাট জেজেআই জুট মিল থেকে কার্পেটিং মিল পর্যন্ত ভুখা মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয়। শ্রমিকনেতা কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিকনেতা শামসেদ আলম শমশেরের সঞ্চালনায় এ জমায়েতে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয়ক হাসিনুর রহমান, ট্রেড ইউনিয়ন সংঘ, যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, শ্রমিকনেতা নজরুল ইসলাম মল্লিক, সামস্ শারফীন শ্যামন, রবিউল ইসলাম ও নাজমুল ইসলাম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ৫ হাজার কোটি টাকার শ্রমিক বিদায় নয়, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-এর প্রস্তাবনা অনুযায়ী ১২শ’ কোটি টাকা ব্যয় করে পাটকলগুলো আধুনিকায়ন করতে হবে, তদন্তপূর্বক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজেএমসি’র কর্মকর্তাদের দুর্নীতির বিচার করতে হবে, ২০১৩ সালের জুলাই হতে অবসর প্রাপ্ত শ্রমিকদের ক্ষতিপূরণসহ পাওনা এককালীন পরিশোধ করতে হবে. ২০১৯ সালের ৬টি বিল ও ঈদুল আজহার বোনাস অবিলম্বে পরিশোধসহ ১৪ দফা দাবী বাস্তবায়ন করতে হবে।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!