খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  মেজর সিনহা হত্যা: ডেথ রেফারেন্স
  ভিসি পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
  মারা গেছেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস, প্রধান উপদেষ্টার শোক
  ঝটিকা মিছিলের ঘটনায় হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা, মোট আটক ৪০
টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব ক্রিকেটে পাকিস্তান ও ভারতের মুখোমুখি হওয়ার ঘটনা বড় টুর্নামেন্ট ছাড়া দেখা যায় না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বদৌলতে নিকট ভবিষ্যতে আসতে পারে এমন মুহূর্ত। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশই যে একই গ্রুপে পড়েছে। গ্রুপপর্বে পাকিস্তান ও ভারতের বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি হবে আগামী ৯ জুন, নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে। ওই ম্যাচের টিকিট নিয়ে দর্শক চাহিদা যে তুঙ্গে থাকবে সেটা সহজেই অনুমেয়। টিকিটের দাম নাকি এবার বেড়ে দ্বিগুণ হয়ে গেছে!

পাকিস্তানি উর্দু সংবাদমাধ্যম ‘ডেইলি জং’ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। তাদের বরাত দিয়ে একই খবর দিয়েছে ‘জিও নিউজ’। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও ভারতের মধ্যকার বহুল কাঙ্ক্ষিত ম্যাচে দর্শক চাহিদাকে কেন্দ্র করে হঠাৎ করেই বাড়ানো হয়েছে টিকিটের দাম। আগে যে টিকিট ১৩০০ ডলারে পাওয়া যেত, সেটি এখন ২৫০০ ডলার বা প্রায় দ্বিগুণে পৌঁছে গেছে। বাংলাদেশি মুদ্রায় ওই এক ম্যাচের টিকিটের দাম দাঁড়ায় প্রায় সাড়ে ৭৪ হাজার টাকা।

টিকিটের এমন উচ্চদামের নেপথ্যে ভারত ও পাকিস্তানি নাগরিকদের বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে উপস্থিতির হার বৃদ্ধির কথা বলা হয়েছে। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও কানাডায় দেশ দুটি থেকে অভিবাসী হয়ে যাওয়ার সংখ্যাও বেড়েছে ব্যাপক। আর তাদের চাহিদার কারণেই টিকিটের দামও অতিরিক্ত হারে বেড়ে গেছে!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের নজির খুবই কম পাকিস্তানের। দুই দলের সাত দেখায় তারা কেবল একটি জিতেছে, বাকি ছয় ম্যাচ জিতেছে ভারত। এর মধ্যে ২০০৭ বিশ্বকাপের ফাইনালও রয়েছে, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ভারত শিরোপা উৎসবে মাতে। এছাড়া ২০২২ আসরেও মেলবোর্নে রোহিত শর্মাদের কাছে হেরেছিলেন বাবর আজমরা।

আগামী ১ থেকে ২৯ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে যুক্তরাষ্ট্রের তিনটি এবং ক্যারিবীয় অঞ্চলের ছয় ভেন্যুতে হবে ৫৫টি ম্যাচ। আসন্ন বিশ্বকাপ প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সবমিলিয়ে টুর্নামেন্ট হবে ২৮ দিন ব্যাপী। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে মোট আট দল বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে উঠবে। এরপর চার দল করে দুটি গ্রুপে খেলার পর, চারটি দল পা রাখবে সেমিফাইনালে। শিরোপা প্রত্যাশীরা এরপর ২৯ জুন ফাইনালে লড়বে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরে ২০২২ সালেও ফাইনাল খেলেছিল পাকিস্তান। তবে তাদের স্বপ্নভঙ্গ করে সেখানে শিরোপা উৎসব করে ইংল্যান্ড।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!