খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সড়কে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
  চাঁদপুরের হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে মা ও শিশুর মৃত্যু
  নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদককে দল থেকে অব্যাহতি

পাওনার দাবিতে শ্রম পরিচালকের কার্যালয়ে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনায় ব্যক্তি মালিকানাধীন জুট স্পিনার্স, মহসেন, সোনালী, এ্যাজাক্স সহ বন্দকৃত জুট মিল চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে রবিবার (২ জানুয়ারি) খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে খুলনার বেসরকারী জুট মিল ও শিরোমনি হুগলী বিস্কুট কোম্পানীর শ্রমিকরা।

কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন মালিকপক্ষ সবসময় চাইবে খেটে খাওয়া শ্রমিকদের ঠকাতে, শ্রমিকদের দেখভাল করার দায়িত্ব কলকারখানা ও প্রতিষ্ঠান উপমহাপরিদর্শকের কিন্তু খুলনার কলকারখানা উপমহাপরিদর্শক মোঃ মাহফুজুর রহমান শ্রমিকদের ব্যাপারে কোন কিছুই করছেননা। অফিসে গেলে তাকে পাওয়া যায়না। আটরা মিরেরডাঙ্গা শিল্প এলাকায় বর্তমানে শ্রমিক অসন্তোষ বিরাজ করছে যে কোন সময় অনাকাংখিত ঘটনা ঘটলে এর দায়দায়িত্ব ওনাকেই নিতে হবে ।

শ্রমিক নেতারা বলেন শ্রমিকদের হারানোর কিছু নেই তাই বাধ্য হয়ে পাওনা পরিশোধের দাবিতে এবার আমাদের রাজপথে নামতে হচ্ছে । আগামী ৫ জানুয়ারী বুধবার খুলনা প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় অনশন কর্মসূচি, ৯ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় খুলনা যশোর মহাসড়কের শিরোমনি রাজপথ অবরোধ কর্মসূচি সফল করার আহবান জানান শ্রমিক নেতারা ।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সভাপতিত্ব করেন মহসেন জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমির মুন্সি। জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা শাহ মনিরুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!