খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পাইকগাছায় সরকারী দলের বিরুদ্ধে আচারণ বিধি ভঙ্গের অভিযোগ বিএনপির

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সরকারী দলের নির্বাচনী আচারণ বিধি ভঙ্গের অভিযোগে খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে পাইকগাছায় সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুল মজিদ এর বাসভবন চত্ত¡রে লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা।

লিখিত বক্তব্যে তিনি বলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ আব্দুল মজিদ আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরুর পর থকেইে বাঁধা সৃষ্টি করা হচ্ছ। যা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের সামিল। সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি’র নেতা অবিলম্বে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ প্রশাসক ও সিভিল প্রশাসন সহ নির্বাচন ব্যবস্থার সাথে সম্পৃক্ত সকল পক্ষকে নির্বাচনী পরিবেশ সঠিক পথে পরিচালিত করার আহবান জানান।

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তাতে জনগণের কাছে সরকারের ভাবমুর্তি বাড়বে। তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, চোখবুজে না থেকে আনিত সকল অভিযোগে যথাযথ আইনগত ব্যবস্থা নিন। উৎসবমূখর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন।

সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুল মজিদ সহ অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক সিটি মেয়র ও মহানগর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমির এজাজ খান, সাবেক এমপি মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী, এড. জি এ সবুর, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, এড. মোমরেজুল ইসলাম, মোল্লা সাইফুর রহমান মিন্টু, মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, শামসুল আলম পিন্টু, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকিব পিন্টু, সিরাজুল হক নান্নু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাফেজ আবুল বাশার, শামছুল বারিক পান্না, এড. জি এম আব্দুস সাত্তার, মনিরুজ্জামান লেলিন, এনামুল হক সজল, হাবিবুর রহমান, জাবির আলী, এড. এসকেন্দার আলী, খালিদ হোসেন, ইসরাইল বাবু, ইসমাইল, শাহিনুর ইসলাম পাখি, শরিফুল ইসলাম বাবু, এস এম শরিফুল ইসলাম, মেজবাহুল আলম পিন্টু, রাজিবুল আলম বাপ্পী, মাহিম আহমেদ রুবেল, এসএম এমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, মিজান জোয়াদ্দার, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ।

 

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!