খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  দাবদহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৫ দিন, খুলবে ২৮ এপ্রিল

পাইকগাছায় ফার্মেসীতে অভিযান, মদসহ গ্রেপ্তার ২

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলায় ঔষাধলয় ব্যবসার অন্তরালে চলছিল মাদক ব্যবসা। তাদের বাস্তব চিত্র উন্মোচন করল পুলিশ। রোববার এ অভিযোগে থানা পুলিশ উপজেলার পৌরসদরে অভিযান চালায়। সেখান থেকে মালিক ও কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার পৌর সদরের তফেল ঔষাধালের মালিক রবিউল দপ্তরী ও তার কর্মচারী রেজাউল ওরফে ছাদেক শেখ। তারা ২জনই ওই এলাকার বাসিন্দা

থানা পুলিশ জানায়, রবিউল ইসলাম দীর্ঘ দিন ধরে পৌরসদরের তফেল ঔষধালয়ের ব্যবসা করছিলেন। সেখানে তিনি হারবাল ও ইউনানি ঔষধ ব্যবসার আঁড়ালে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে এক বোতল বিদেশী মদসহ তাদের ২জনকে আটক করে।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আটক রবিউল ও ছাদেক দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। প্রায় দুই মাস ধরে তারা পুলিশি নজরদারিতে ছিল এবং রোববার গোপন সংবাদের ভিত্তিতে মদসহ তাদের আটক করা হয়েছে। তাদের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!