খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সিনিয়র সদস্য, ইসলামিক টিভির খুলনা প্রতিনিধি ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাতের নিঃশর্ত মুুক্তি দাবি করেছেন খুলনায় কর্মরত সহকর্মী সাংবাদিকবৃন্দ।
শনিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ দাবি জানান।
খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, এমইউজের সাবেক সাধারণ সম্পাদক, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়-বিএফইউজের সহকারী মহাসচিব, এমইউজের সহ সভাপতি ও দৈনিক আমার দেশ ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন।
এমইউজের ট্রেজারার ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও এমইউজের সিনিয়র সদস্য বাংলাভিশনের খুলনা বিভাগীয় প্রধান আতিয়ার পারভেজ, বাংলাদেশ মানবাধিকার সংস্থার খুলনার সমন্বয়কারী এডভোকেট মোমিনুল ইসলাম, মানবাধিকার সংগঠন অধিকার’র ডিফেন্ডার ও এমইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুজ্জামান, দৈনিক প্রবর্তনের বার্তা সম্পাদক ডি এম রেজা সোহাগ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনার সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রবর্তনের ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পু, জি এম রাসেল ইসলাম এবং সাংবাদিক জিয়ার স্ত্রী মাহবুবা তিন্নি। এ ছাড়া উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনার সাবেক সভাপতি মো. আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান, বিশিষ্ট ব্যাংকার খায়রুল ইসলাম লাল, মানবাধিকার কর্মী মাহবুব হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সহকারী সম্পাদক ও দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান মাকসুদ আলী, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মাশরুর মুর্শেদ, হাসান চৌধুরী, দৈনিক অনির্বাণের চীফ ফটো সাংবাদিক আবুল হাসান শেখ, দৈনিক প্রবাহের মফস্বল সম্পাদক কামরুল হোসেন মনি, দৈনিক খুলনার সহ-সম্পাদক মো. মোজাহিদুর রহমান, দৈনিক ডেসটিনির খুলনা ব্যুরো প্রধান শেখ ইউসুফ আলী, দৈনিক নয়াদিগন্তের মাল্টিমিডিয়ার খুলনা প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক প্রবাহের এম এ আজিম, দৈনিক ইত্তেফাকের তারিকুল ইসলাম তারিক, সিনিয়র ফটো সাংবাদিক আব্দুল গফ্ফার, সেলিম গাজী, বাহার উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এনএম