খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বরিশাল সদর উপজেলায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
  বর্ণিল আয়োজনে শেষ হল এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, শোভাযাত্রায় অংশ নেন ২৮ জাতিগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
  স্বাগত বাংলা নববর্ষ ১৪৩২

নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের ঘোষণায় কুয়েটে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটে) ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ২ টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ও হলে প্রবেশ করবেন বলে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কুয়েট শিক্ষার্থীদের অফিসিয়াল ফেসবুক পেজ কুয়েট-১৯ পেজ থেকে প্রচারণা চালিয়ে আসছেন। তবে হলে প্রবেশের জন্য কর্তৃপক্ষ তাদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে। শিক্ষার্থীদের হলে প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে বন্ধ থাকার পরও ক্যাম্পাসে অনেকটা উত্তেজনা বিরাজ করছে। কুয়েট প্রশাসন সার্বিক দিক বিবেচনা করে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আজ সকালে সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কুয়েটে প্রবেশের প্রধান ফটক এবং আইটি পার্কের গেটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুয়েটে প্রবেশের অন্যতম আরেকটি গেট। যেটি কুয়েট পকেট গেট নামে পরিচিত ওই গেটের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলে জানা যায় রমজান মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণার পর থেকে গেটটি বন্ধ রয়েছে।

ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর আবু ইউসুফ খুলনা গেজেটকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সার্বিক দিক বিবেচনা করে। শিক্ষার্থীদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার কিংবা পুলিশ মোতায়েন করা হয়নি। শিক্ষার্থীরা ইচ্ছা করলে আইডেন্টি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। তবে আবাসিক হলগুলো খোলার সিদ্ধান্ত না হওয়ার কারণে শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ নেই। ১১ এপ্রিল ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট থানায় দুই গাড়ি পুলিশ চেয়েছিলাম।

তিনি বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি। কয়েকদিন আগে বহিরাগতরা ভিতরে প্রবেশ করে আমাদের নিরাপত্তা কর্মীদের মারধর করেছে। ১৮ ফেব্রুয়ারি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে ছাত্রদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!