খুলনা, বাংলাদেশ | ৮ ফাল্গুন, ১৪৩১ | ২১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নির্বাচন নিয়ে কোন তালবাহানা সহ্য করবে না বিএনপি: আবুল খায়ের ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, নির্বাচন নিয়ে কোনো তালবাহানা সহ্য করবে না বিএনপি। ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল লুটেরা সরকার। তাদের সব পাচার হওয়া সম্পদ দেশে অনতিবিলম্বে ফিরিয়ে আনতে হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সরকারি উজির আলী মাঠে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃংলার চরম অবনতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভুইয়া বলেন, হাসিনা ও তার পরিবারের সদস্যরা দেশকে পথে বসিয়ে দিয়ে গেছে। বিএনপির ৩১ দফা মানুষের মুক্তির সনদ। বিএনপি একা সরকার গঠন করতে চায় না। সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়। তিনি বলেন, দল গঠন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে সরকারে বসে আবোল তাবোল কথা বলা ঠিক নয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার উন্নয়নে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। অন্যদিকে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রয়োজন। আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি না। আমরা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছি। আমরা চাই সরকার কবে নির্বাচন দেবে সেই দিন-তারিখ উল্লেখ করুক।

বিএনপির নেতা বলেন, আমরাও আন্দোলনে রক্ত দিয়েছি। পরিকল্পনা করে আন্দোলনকে এগিয়ে নিতে যা যা করার বিএনপি তার সবই করেছে। অনেকে অনেক কথা বলছেন এখন। অতীত জেনে কথা বলুন। ডক্টর ইউনুস সরকার আমাদের আন্দোলনের ফসল। জুলাই গণআন্দোলন আকাশ থেকে পড়েনি।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, খুলনা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মীর রবিউল ইসলাম লাভলু। সভাটি পরিচালনা করেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!