প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সমসাময়িক ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এদিন দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) আরও চার কমিশনার শপথ নেন। শপথের পর নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন জানান, এরই মধ্যদিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে প্রধান উপদেষ্টাই সুবিধামতো সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছে তার প্রেস উইং।
এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকার আপিল করবে বলে জানান উপ প্রেস সচিব মোহাম্মদ আজাদ মজুমদার। তিনি আরো জানান, গুম কমিশন এখনো কোনো সুপারিশ দেয়নি।
খুলনা গেজেট/কেডি