খুলনা, বাংলাদেশ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন
  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার

নিরাপদ সড়কের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন ও স্মারকলিপি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ‘নিরাপদ সড়ক চাই’ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সড়ক ও জনপথের সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

রোববার (৪ মে) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলা পরিষদের গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১০টি জেলার ছোট-বড় যানবাহন কালনা-নড়াইল-যশোর-বেনাপোল সড়ক ব্যবহার করছে। কিন্তু সড়কটি নামমাত্র মহাসড়ক থাকলেও বাস্তবে তা অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ। দ্রুতগামী যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, এবং মানুষ প্রাণ হারাচ্ছেন।

বক্তারা আরও জানান, বিগত সরকারের আমলে এই সড়কটি ছয় লেনে উন্নীত করার অনুমোদন দেওয়া হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। দ্রুত সময়ের মধ্যে ছয় লেনের কাজ শুরু করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক এস এম শাহ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সিনিয়র নেতা স. ম. লুৎফর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েলসহ প্রমুখ।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল সড়ক ও জনপথের সচিব বরাবর লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি পেশ করেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাপ্ত স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!