সাতক্ষীরার শ্যামনগরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে শেখ জিন্নাত আলী (৬০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শ্যামনগর পৌরসভার চিংড়িখালির গৌর প্রফেসরের বাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার চিংড়িখালি গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে।
জিন্নাত আলীর ফুফাতো ভাই শরিফুল ইসলাম জানান, জিন্নাত আলী ভ্যানে যাত্রী নিয়ে সোনার মোড় থেকে কালমেঘ এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন তার মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ টিএ