খুলনা, বাংলাদেশ | ১০ ফাল্গুন, ১৪৩১ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করবে নেপাল
  সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা, ডাকাতের আক্রমণে মা ও স্ত্রী আহত

বিনোদন ডেস্ক

ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবোতে নিজ বাড়িতে ডাকাতের হামলায় আহত হয়েছেন অভিনয়শিল্পী আজিজুর রহমান আজাদ। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পেলে ধস্তাধস্তি হয়। এরপর আজাদকে উদ্দেশ্য করে গুলি করে ডাকাতেরা। এ সময় আজাদের পায়ে তিনটি গুলি লাগে। ডাকাতের আক্রমণে আজাদের মা ও স্ত্রীও আহত হয়েছেন।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন আজাদের নিকটাত্মীয় ও চলচ্চিত্র পরিচালক তপু খান।

আজ বিকেল সাড়ে ৪টায় তপু খান বলেন, ‘আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভোরে হাসপাতালে আনা হয়। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাঁর এমআরআই করা হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো।’

তপু খান জানান, আজাদের পরিবারের সঙ্গে আলাপ করে তিনি জানতে পেরেছেন, দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে এসে তাঁদের বাসায় হামলা চালায়। ঘরে ভাঙচুর করা হয়। ডাকাতের উপস্থিতি টের পাওয়ার পর চিৎকার করলে ডাকাতেরা গুলি করে পালিয়ে যায়। দুজন ডাকাত বাসায় হামলা করলেও বাড়ির বাইরে আরও কয়েকজন ছিল বলে জেনেছেন তাঁরা।

২০১৬ সালে তপু খানের ‘প্রাক্তন’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু আজাদের। এরপর গত ৯ বছরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন আজাদ। চরিত্রাভিনেতা হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজাদকে।

তপু খান, কাজল আরেফিন অমি থেকে শুরু করে বেশ কয়েকজন নির্মাতার দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন। বিজ্ঞাপন চিত্রেও নিয়মিত কাজ করেন আজাদ। ‘হোটেল রিলাক্স’, ‘ফিমেল’, ‘ব্যাচেলর পয়েন্ট’– এর মতো জনপ্রিয় সব কনটেন্টেও দেখা গেছে আজাদকে।

অভিনয়শিল্পী আজাদের আহত হওয়ার খবর শুনে পরিচালক কাজল আরেফিন অমি ফেসবুকে লিখেছেন, ‘আমরা নিরাপত্তা চাই। আল্লাহ রহম করো। দেশে শান্তি দরকার, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, আপনারা দয়া করে জাগ্রত হন।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!