‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’ ও ‘ম্যান ইন ব্ল্যাক’ সিনেমা খ্যাত জনপ্রিয় অভিনেতা সার্জিও ক্যাল্ডেরন মারা গেছেন। বুধবার (৩১ মে) নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৭ বছর বয়স হয়েছিল মেক্সিক্যান এ অভিনেতার।
বৃহস্পতিবার (১ জুন) ক্যাল্ডরনের প্রতিনিধি জুলি স্মিথ অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সংবাদমাধ্যমকে। ১৯৯৭ সালে ‘ম্যান ইন ব্ল্যাক’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন তিনি।
ভ্যারাইটির প্রতিবেদন বলছে, ক্যাল্ডেরনের জন্ম মেক্সিকোতে। জন্মভূমিতেই অ্যাসোসিয়েশন ন্যাসিওনাল ডি অ্যাক্টরসের ইনস্টিটিউটো আন্দ্রেস সোলারে যোগদান করেছিলেন তিনি। ইংরেজি শিক্ষক হিসেজে কাজ করার সময় জন হুস্টনের ‘দ্য ব্রিজ ইন দ্য জঙ্গল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন।
এছাড়া ‘আন্ডার দ্য ভলকানো’ সিনেমায় একজন খুনির চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাল্ডেরন। এরপর ‘ওল্ড গ্রিংগো’, ‘এরেন্দিরা’, ‘প্লেয়ার্স’, রন হাওয়ার্ডের ‘দ্য মিসিং’, ‘হাই রিস্ক’, ‘দ্য এ-টিম’ এবং ‘দ্য রুইনস’ সিনেমায় দেখা যায় তাকে।
মেক্সিক্যান এ অভিনেতা ‘দ্য ইন লজ’ এ অভিনয়ের জন্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড কার্ড পেয়েছিলেন। পরবর্তীতে লস অ্যাঞ্জেলেসে চলে যান ক্যাল্ডেরন। তিনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’ সিনেমায় ভিলেন পাইরেট লর্ড এডুয়ার্ডো ভিয়ানুয়েভা চরিত্রে অভিনয় করেন।
খুলনা গেজেট/এসজেড