খুলনা, বাংলাদেশ | ১১ ফাল্গুন, ১৪৩১ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  এস কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ
  রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা নেই : আপিল বিভাগ

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে যে চমক দিতে পারে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে যে ম্যাচ জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের সমানে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

বাঁচা-মরার ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। মাহমুদউল্লাহ কি ফিরবেন একাদশে। নাকি নতুন কোনো চমক নিয়ে হাজির হবে বাংলাদেশ। সব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে টসের সময় পর্যন্ত। তবে ধারনা করা হচ্ছে একাদশে একটা পরিবর্তন আসতে যাচ্ছে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় ছিল বাংলাদেশের গতিময় পেসার নাহিদ রানা। তবে শেষ পর্যন্ত তাকে একাদশে না রেখেই চমক দিয়েছিল বাংলাদেশ। তাই ধারণা করা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডির উইকেটে ফিরবেন নাহিদ।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়েই আলোচনায় এসেছিলেন নাহিদ। সেই তাকে তাই রাওয়ালপিন্ডির উইকেটে না খেলানোর যৌক্তিকতা নেই। স্বাভাবিকভাবেই এই ম্যাচের একাদশে থাকার কথা নাহিদ রানার। যদিও না তিনি এর মাঝে কোনো চোটে পড়ে থাকেন।

এখন প্রশ্ন হলো নাহিদ একাদশে ফিরলে বাদ পড়বেন কে। এক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা আছে তানজিম সাকিব অথবা মুস্তাফিজুর রহমানের মধ্যে একজনের। সেক্ষেত্রে হয়তো বাদ পড়তে হতে পারে তারকা খ্যাতি সম্পন্ন মুস্তাফিজকে। কেননা, সবশেষ ভারতের বিপক্ষে মুস্তাফিজের ফর্ম ছিল না আহামরি।

প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ না থাকায় প্রশ্ন উঠেছিল। পরে জানা যায় চোটে ভুগছেন তিনি। যে কারণে খেলানো হয়নি অভিজ্ঞ এই ব্যাটারকে। তবে চোট সারিয়ে উঠতে পারলে এই ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বাদ পড়বেন কে সেটা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে জাকের আলীর বাদ পড়ার সম্ভাবনা কম। রিশাদকে নিয়ে হয়তো ভাবতে পারে দল। তবে সেই ভাবনাটাও কঠিনই হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!