খুলনা, বাংলাদেশ | ২৫ ফাল্গুন, ১৪৩১ | ১০ মার্চ, ২০২৫

Breaking News

  ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  মাগুরায় আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের ৭ দিন এবং বাকি ৩ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর
  রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও গণ প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সারাদেশে খুন, ধর্ষণ, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও গণ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ ) বেলা ১০ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সন্মিলিত নাগরিক সমাজ সাতক্ষীরার আয়োজনে মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র-আসক, ঢাকা, স্বদেশ, টিআইবি, প্রথমআলো বন্ধুসভা, সুশিলন, উত্তরণ, এডাব, এইচআরডিএফ, সিএসওএইচআরডি কোয়ালিশন, সিডো, ক্রীসেন্ট, এইচআডি নেটওয়ার্ক, সৃজনী, হেড, বাংলাদেশ মহিলা পরিষদ, সনাক ইয়েসগ্রুপ, ব্রেকিংদ্য সাইলেন্স, দি হাঙ্গার প্রজেক্ট, জেলা নাগরিক কমিটি, রুপান্তরসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, ছাত্র, সুশিল সমাজ, নারী, সমাজকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নির্যাতীত নারীদের অংশগ্রহণে “ধর্ষণমুক্ত দেশ চাই” দাবিতে এই মানববন্ধন ও গণ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

মানবধিকার কর্মী মাধব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, নাগরিক নেতা আদিত্য মল্লিক, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদ্যসচিব আলী নুর খান বাবুল, ছাত্রী সাহিনা, শ্রেয়া, যুব নেতা আরিফুল ইসলাম,মাসুদরানা, হৃদয় বিশ্বাস, সমাজ কর্মী জয়া, দিপ্তী রানী, পবিত্রমোহন দাশ, সুবর্ন নাগরিক শিহাব, নারী নেত্রী বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা সম্পাদক জ্যোৎনা দত্ত, আবুল কালাম, মফিজুল ইসলাম, কওসার আলী, স্বপন গাইন, সাংবাদিক রঘুনাথ খাঁ, মুনসুর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস, প্রথম আলো জেলা প্রতিনিধি সাংবাদিক কল্যান ব্যানর্জী, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, টিআইবি সনাক সাবেক সভাপতি আঃ হামিদ প্রমুখ।

গণ প্রতিবাদে অংগ্রহণকারী বক্তারা চলমান পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটিয়ে দেশে সম্প্রতি ঘটে যাওয়া শিশু আছিয়া-আনিকাসহ সকল নির্যাতীত শিশু ও নারী লাঞ্ছনা, ধর্ষণ, হত্যার দ্রুত বিচার ও শাস্তি দাবি করেন। মানববন্ধন ও গণ প্রতিবাদ শেষে সমাজকর্মী মাইদা মিযান ৫ দফা দাবি পেশ করেন।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, শিশু আছিয়াসহ সকল ধর্ষিত নারী ও শিশুর ক্ষতিপূরণসহ পুর্নবাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, নারী ও শিশু ধর্ষণের আইন সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে (৯০) দিন সরকার ঘোষিত সময়ের মধ্যে বিচার ও তার শাস্তি নিশ্চিত করতে হবে, নারীর চলাফেরা, বাক্-স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিশু বিবাহ রোধে প্রচলিত আইনের যুগ-উপযোগী সংস্কার ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং সকল পরিবহনে নারীর জন্য পৃথক আসন নিশ্চিতের পাশাপাশি পরিবহন শ্রমিকদের পরিচয়পত্র নিশ্চিত করতে হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!