খুলনায় সন্ত্রাসী হামলায় নাগরিক কমিটির ৪ জন আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় নগরীর ৫ নং মাছ ঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নাগরিক কমিটির খুলনা সদর থানা প্রতিনিধি হাফসা খাতুন খুলনা সদর থানায় অভিযোগ করেছেন।
তিনি জানান, একটি পক্ষ নগরীর ২১নং ওয়ার্ডে নাগরিক কমিটির নেতাদের বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল। আজ কম্বল বিতরণ করার কথা ছিল। এ কারণে নেতাকর্মীরা ৫ নম্বর ঘাট এলাকায় হাফসা খাতুনের বাসায় উপস্থিত হয়। এ সময় এলাকার চিহ্নিত কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় ৬ জন আহত হয়।
আহতদের মধ্যে আসমা বেগম , শারমিন আক্তার, সুমাইয়া ফাতেমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন আসমা বেগম জানান, হামলাকারীরা তার মোবাইল ছিনিয়ে নিয়েছে।
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল গিয়াস বলেন, এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে