ঝিনাইদহের শৈলকুপার খুলুমবাড়িয়া এলাকায় গড়াই নদীতে ভেসে বেড়াচ্ছে কুমির। গত তিন মাস ধরে চারটি কুমির নদীতে বিচরণ করায় জেলে ও খেয়া ঘাটের মাঝিসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, গড়াই নদীতে ভেসে বেড়ানো বড় আকারের একটি কুমিরের দৈর্ঘ্য ৭-৮ হাত হবে। তার সঙ্গে তিনটি বাচ্চা কুমিরও রয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুমিরের ভয়ে কেউ নদীতে নামার সাহস পাচ্ছে না। স্থানীয় তরুণরা রোববার গড়াই নদীর ওপার রাজবাড়ী জেলার কেওয়া গ্রাম এলাকা থেকে গড়াই নদীতে একটি ড্রোন উড়িয়ে বড় একটি কুমির ভাসতে দেখেছেন। ড্রোন থেকে ধারণ করা কুমিরের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে।
শৈলকুপার খুলুমবাড়িয়া খেয়াঘাটের মাঝি চম্বক কুমার দাস বলেন, গত তিন মাস ধরে তারা গড়াই নদীতে কুমিরের উপস্থিতির বিষয়টি লক্ষ্য করে আসছেন। একটি বড় কুমির। সঙ্গে তিনটি ছোট কুমির। তিনি জানান, স্থানীয় প্রশাসন কুমিরগুলো নদী থেকে উদ্ধার করতে না পারলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মৎস্যজীবী মাদলা গ্রামের ওলিয়ার মোল্যা বলেন, তারা কোনো দিন কুমার নদীতে কুমিরের দেখা পাননি। তবে গত তিন মাস ধরে তিনি আতঙ্কে গড়াই নদীতে মাছ শিকার করতে যেতে পারছেন না।
ঝিনাইদহ বন বিভাগের জোনাল কর্মকর্তা বলেন, গড়াই নদীতে কুমিরের উপস্থিতির বিষয়টি সত্যি হয়ে থাকলে, তা খুশির খবর। নদীতে কুমির থাকবে, মাছ থাকবে, জীববৈচিত্র্যের আরও অনেক কিছু থাকবে। কুমিরগুলোকে বিরক্ত না করতে নদীপারের মানুষকে অনুরোধ জানান তিনি।
খুলনা গেজেট/ টিএ