শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) শপথ নিয়েছেন। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. মো. আবদুর রশিদ।
বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এ শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চৌধুরী রফিকুল আবরার, যিনি সি আর আবরার নামেও পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, মানবাধিকার কর্মী এবং শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের নির্বাহী পরিচালক। একই সঙ্গে মানবাধিকার সংস্থা অধিকারের সভাপতি।
আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।
খুলনা গেজেট/এনএম