খুলনা, বাংলাদেশ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, ফেসবুকে ঘোষণা দিলেন বিদায়ের
  কাল ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে অবস্থা

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকরাম শেখ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক আকরাম শেখ চর শুকতাইল গ্রামের মোঃ হেকমত শেখের ছেলে।

পুলিশ ও এলাকা সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে আনসার জমাদ্দার গ্রুপের সাথে হেকমত শেখ গ্রুপের ঝামেলা চলে আসছিল। বুধবার সন্ধ্যায় হেকমত শেখের ছেলে আকরাম শেখ তফসিরের চায়ের দোকানে চা খেতে গেলে পিছন থেকে আনসার জমাদার গ্রুপের ১৫-২০ জন আকরাম শেখের উপর আতর্কিত হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান,‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!