নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরান শেখ ও জিয়ারুল শেখ নামে দু’ভাই হত্যার ঘটনায় মামলার পর বাদী পক্ষের সাক্ষী আরিফ হোসেনের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর-মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার বেলা ২টার দিকে সরেজমিনে আরিফ হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, এক তলা বিশিষ্ট বাড়ির দেয়ালগুলো ভাঙা; জানালার গ্রিল, দরজাসহ ঘরের মধ্যে থাকা টিভি, ফ্রিজ, আলমারিসহ বিভিন্ন জিনিসপত্রের ভাঙাচুরা অংশ পড়ে আছে। বাদ যায়নি ঘরের ভেতর ও বাইরের টয়লেটও। এছাড়া পাশের একটি ছোট ঘরেও ভাঙচুর চালানো হয়।
ভুক্তভোগী আরিফ হোসেন অভিযোগ করে বলেন, চর-মল্লিকপুর গ্রামের দুই ভাই হত্যা মামলায় আমি এক নম্বর সাক্ষী। বিভিন্ন সময়ে আসামিরা ও তাদের পক্ষের লোকজন আমার বাবার কাছে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় গতকাল বৃহস্পতিবার আমার বাড়িতে এসে আমার বাবা মোশাররফ হোসেনকে হত্যা মামলার আসামিরা বলে – ‘কাকা তুমি টাকা দিলে না, তুমার বাড়ির কিছু থাকবেনানে।’ এরপর শুক্রবার আসামি পক্ষের লোকজন আমার ঘরবাড়ি ভাঙচুরসহ লুটপাট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি থানায় মামলা করব।
এবিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/জেএম