নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলী (৬০) নামে এক কৃষক মারা যান। এছাড়া ওই ব্যক্তির দুই ছেলে ও এক নারীসহ ৩ জন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৭ মে) উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টৌকন আলীর মৃত্যু হয়।
নিহত টৌকন আলী উপজেলার করফা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার করফা গ্রামের সৈয়দ টোকন আলীর স্ত্রী তার আপন চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির পাশ দিয়ে ভ্যান নিতে নিষেধ করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায়। পরে টোকন ও তার পরিবারের লোকজনের ওপর চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলী, সৈয়দ রিজ্জাক আলী এবং সৈয়দ এরদাউস আলী ও ভাতিজা সৈয়দ রহিম আলী, সৈয়দ করিম আলী, সৈয়দ রহমত আলী ও সৈয়দ হৃদয় আলীসহ তাদের বাড়িতে থাকা ধান কাটা শ্রমিকেরা মিলে দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় সৈয়দ টোকন আলীসহ তার ছেলে সৈয়দ রুবেল আলী এবং সৈয়দ রাজু আলীসহ আরেক নারী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে টোকন আলীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন,‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/এএজে