নড়াইলে চেতনানাশক স্প্রে ছিটিয়ে এক পরিবারের তিন জনকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার শেখহাটি বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী মারফত জানা যায়, সদর উপজেলার শেখহাটি গ্রামের বাজার পাড়া এলাকার তৌহিদুল জামান হেলালের বাড়িতে শনিবার গভীর রাতে অজ্ঞানপার্টির সদস্যরা ঘরের জালানা দিয়ে তাদের শয়ন কক্ষে চেতনানাশক ওষুধ স্প্রে করে ঘরে থাকা নগদ অর্থ, ২ ভরি ওজনের সোনার গহনা, কাঁপড়, ফ্যান, ৩টি মোবাইল ফোন ও টেলিভিশনসহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পরদিন সকালে তৌহিদুলের মোটরসাইকেলের ভাড়া-চালক বাড়িতে এসে তাদের ডেকে কোন সাড়াশব্দ না পেলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে সবার ডাকাডাকির এক পর্যায়ে তারা সজাগ হয়। কিন্তু তাদের শারীরিক অবস্থা খারাপ থাকায় স্থানীয়রা সকাল সাড়ে ৯টার দিকে তৌহিদুল. তার স্ত্রী আশা বেগম ও মা আছিয়া বেগমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আনিসুর রহমান সোহাগ বলেন, তাদের তিনজনের একই লক্ষণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের ওপর চেতনানাশক স্প্রে করা হয়েছে। তিনজনই হাসপাতালে ভর্তি আছেন। তারা এখন শংকামুক্ত আছেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনা গেজেট/জেএম