নড়াইলে গাঁজাসহ শিমুল ঘোষ (২৫) নামে এক ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে পৌরসভার কুড়িগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত শিমুল ঘোষ পৌর এলাকার কুড়িগ্রামের মৃত কাত্তিক ঘোষের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের নেতা ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কুড়িগ্রাম এলাকায় অভিযান চালিয়ে শিমুল ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহাদারা খান বলেন, কুড়িগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে