নড়াইলে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রি করায় ২৬ হাজার টাকা জরিমানা, ৮৬ লিটার সয়াবিন তেল ও ৮০ কেজি মুসুরির ডাল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল।
বুধবার (৭ মে) দুপুরে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুর্গাপুর এলাকার মনিরুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে, অবৈধভাবে টিসিবি পন্য রাখা ও বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনের বিভিন্ন ধারায় এই জরিমানা ও মালামাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহানুর রহমান,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান, কৃষি বিপন অধিদপ্তরের প্রতিনিধি হাবিবুর রহমান,ক্যাব নড়াইলের সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান,সদস্য মুন্সী আসাদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিট্রেট মোঃ সোহানুর রহমান বলেন,‘অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রি করায় ২৬ হাজার টাকা জরিমানা, ৮৬ লিটার সয়াবিন তেল ও ৮০ কেজি মুসুরির ডাল জব্দ করা হয়েছে’
খুলনা গেজেট/এমএনএস