খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মামুন শেখ (২৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর ৫ নং মাছঘাট এলাকায় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে আহত ওই যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত যুবক ওই এলাকার জামাল শেখে ছেলে।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মামুন শেখ নগরীর ৫নং মাছঘাট এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত। নগরীর ৪ ও ৫ নং ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে হামলা চালানো হয় মামুনের ওপর। মামুনের বোনজামাই এ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করে। ৭/৮ দিন আগে মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে ওই এলাকার চিহ্নিত এক সন্ত্রাসীর সাথে তার মনোমালিন্য হয়। নির্বাচন থেকে মনোনয়ন পত্র উঠানোর জন্য ওই সন্ত্রাসী মামুনকে চাপ দিতে থাকে। মামুন এতে কর্ণপাত না করায় তার ওপর এ হামলা হয় বলে এলাকাবাসির দাবি।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে মামুনকে মাছঘাট এলাকায় একা পেয়ে চিহ্নিত ওই সন্ত্রাসী ও তার বাহিনী অতর্কিত হামলা চালায়। সন্ত্রসীর তার বুকে এবং হাতে ধারালো চাকু দিয়ে আঘাত করে। স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর এলাকায় পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকায় উত্তোজনা সৃষ্টি হলে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত কয়েকজনকে লঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এলাকাবাসি আরও জানায়, চিহ্নিত ওই সন্ত্রাসীর হাতে ৫ নং মাছঘাট এলাকার মানুষ জিম্মি হয়ে পড়েছে। তার নেতৃত্বে প্রায় ৪০/৫০ জন সদস্যও বাহিনী রয়েছে। প্রতিদিন এরা ওই এলাকায় দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তাদের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায়না। এ বাহিনীর প্রধান মাদক এবং অস্ত্রের কারবারিও করে বলে এলাকাবাসি আরও জানায়।
খুলনা গেজেট/এএজে