খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট
  রাজধানীর খিলগাঁওয়ে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

নগরীতে যানবাহনে শৃঙ্খলা না থাকায় বিএনপির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে যানবাহন চলাচলে শৃঙ্খলা না থাকায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করে দ্রুত রাজপথের শৃঙ্খলা আনার দাবী জানিয়েছে খুলনা মানগর বিএনপি। অল্প বয়সীদের মটরসাইকেল চালনা, লাফিয়ে লাফিয়ে মহেন্দ্র ও ইজিবাইক চলাচল সেলো ইঞ্জিন দিয়ে তৈরী ইটবালী পরিবহন গাড়ী দ্রুত চলাচল, নগরীর সর্বত্র যত্রতত্র ট্রাক ভ্যান ও বিগ সাইজ কাভার্ড ভ্যান চলাচল ও লোডিং আনলোডিং সুন্দর শহরকে একটি জ্যাম ও ধীরগতি শহরে পরিণত করেছে। অথচ এক সময়ের সুন্দর পরিচ্ছন্ন ও ফুলের সুবাস ছড়ানো শহর এখন ধুলা ধুয়া গ্যারেজ ও পার্কিংয়ের শহরে পরিণত হয়েছে। বিবৃতিতে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমাতে ও সড়কের শৃঙ্খলা ফেরাতে যেন দেখার কেউ নেই।

সম্ভাবনাময় নগরী খুলনায় মেট্রোপলিটন পুলিশের অর্ধশতাধিক নিয়োজিত সার্জেন্ট থাকলেও কোথাও তাদের দেখা যায় না। শুধুমাত্র তাদের কর্তারা সকাল ১০ টা ও বিকাল ৫ টায় অফিসে যাওয়া ও ফেরার সময়টি ঠিক রাখা ছাড়া আর যেন তাদের নগরবাসীর উপর দায়িত্ব নেই। নগরীর ফেরিঘাট থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ইজিবাইক য়িন্ত্রন করলেই সব সুন্দরভাবে চলছে এটা মনে করা কর্মী নগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের বাসের যাত্রীদের টানা হেচড়া করে মূল সড়কে যাত্রী ওঠাতেন গিয়ে সড়ক বন্ধ হয়ে যাওয়া গল্লামারীতে যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল ও বীজ সার হলেই জ্যামে আটকে যাওয়া শহরের প্রাণকেন্দ্র রয়্যালের মোড়কে বাস রাখার স্ট্যান্ড বানানো স্টেশন রোডকে পার্কিং জোন হিসেবে ব্যবহার ও ডাকবাংলা মোড়কে রিক্সা, ভ্যান, মহেন্দ্র ও অবৈধ কারপার্কিং করে জন ভোগান্তির সৃষ্টি করা, ময়লা পোতার মোড়কে ট্রাফিক নিয়ন্ত্রন না করায় শহর এলোমেলো বিশৃঙ্খল শহরে পরিণত হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ পর্যটন খ্যাত খুলনা নগরীকে একটি ধুলা ধুয়া বর্জমুক্ত একটি সুন্দর ট্রাফিক নিয়ন্ত্রিত শৃঙ্খলার শহরে পরিণত করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশনকে অবিলম্বে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবী জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!