খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাঙামাটির সাজেকে শ্রমিকবাহী মিনি ট্রাক পাহাড়ের খাদে পড়ে ৯ জন নিহত

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩৫

গে‌জেট ডেস্ক

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩৫ জন। এদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। বুধবার(৪ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে মহাসড়কের বাথলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটুরিয়াগামী সেলফি পরিবহণের সাথে বিপরীত দিক দিয়ে আসা মাল বোঝাই ট্রাকের সংঘর্ষে বাস-ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী মানিকগঞ্জ সদর হাসপাতাল ও ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এদের মধ্যে গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গোলড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, বাস ও ট্রাকটি উল্টে যাওয়ায় উভয় যানবাহনের চালককে বাস এবং ট্রাকের কিছু অংশ কেটে উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!