বাগেরহাটের চিতলমারীতে বোরো ধান চাষে পানি দিতে গিয়ে হারান বিশ্বাস (৬৫) নামের এক কৃষক বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা বড়বাড়িয়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পশ্চিম পাড়া গ্রামের মৃত্যু ঠাকুর বিশ্বাসের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহিদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য নাদিরা বেগম জানান, বাড়ির পাশে প্রদীপ মন্ডলের ঘেরে মধ্যে ধানক্ষেতে পানির সেঁচ দিতে গিয়ে অসাবধানতা বসত ঈঁদুর মারার বৈদ্যুতিক ফাদে বিদ্যুতায়িত হয়ে হারান বিশ্বাসের মৃত্যু হয়।
বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক সঞ্জয় মন্ডল জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা গেজেট/এমএম