খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৫৬

ধর্ষণের ভিডিও দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণ ও চাঁদা দাবির অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার ক্ষিতিবদিয়া গ্রামের গৃহবধূর স্বামী এ মামলাটি করেছেন। মামলার আসামি হলেন, চুড়ামনকাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর কায়েম হোসেন দিপু।

মামলা সুত্রে জানা যায়, বাদী দীর্ঘদিন ওমান প্রবাসী ছিলেন। আসামি একই গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য হওয়ায় ক্ষমতার দাপটে বাদী বিদেশে থাকাকালীন তার স্ত্রীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে। এরপরে বিভিন্ন সময় কল দিয়ে বাদীর স্ত্রীকে প্রেমের প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখানো হয়। এছাড়া, আসামির বিবস্ত্র ছবি তুলে মেসেঞ্জার ও হোয়াটস্অ্যাপের মাধ্যমে বাদীর স্ত্রীর কাছে পাঠায়। ২০২৩ সালের ৪ জুন রাত সাড়ে ১২টার দিকে আসামি কায়েম হোসেন দিপু অজ্ঞাত ৩/৪জন সন্ত্রাসী সাথে নিয়ে বাদীর বাড়ি ও ঘরের মধ্যে জোরপূর্বক প্রবেশ করে। এরপরে পিস্তল দেখিয়ে বাদীর স্ত্রীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। আর ওই ঘটনা তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও দেখিয়ে বিভিন্নস্থানে নিয়ে বাদীর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করেছে আসামি। বলা হয় ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকে ছেড়ে দেয়া হবে। এক পর্যায়ে বিষয়টি ওই গৃহবধূ তার স্বামীকে জানান।

২০২৩ সালের ১৯ অক্টোবর বাদী বিদেশ থেকে দেশে ফিরে আসেন। এরপরে ধারণকৃত ভিডিও আসামির কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই সময় মামলা করার জন্য পারিবারিকভাবে আলোচনা করা হলে আবারও ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়। আর সে জন্য বাদীর কাছে আসামি এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ

সব অভিযোগের বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেন। বিচারক পিবিআইকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!