দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্ত ফাঁসি নিশ্চিতের জোর দাবি জানান।
সমাবেশের আগে ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘চলো যাই যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে’, ‘নারীদের অধিকার, প্রতিষ্ঠা করো করতে হবে’ লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে নারী-পুরুষ সবাই অংশগ্রহণ করেছিল। আমরা নারী পুরুষ সবার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু এখনো আমাদের মা-বোনেরা ধর্ষণ, শ্লীলতাহানি, নির্যাতনের শিকার হচ্ছেন। আর ধর্ষকদের কোনো বিচার নিশ্চিত হচ্ছে না। অথচ দেশের আইন অনুযায়ী ধর্ষকদের ফাঁসি নিশ্চিত হওয়ার কথা। তাহলে কেন আমরা পুনরায় জীবন দিলাম? এই বৈষম্য টিকিয়ে রাখার জন্য?’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘নতুন বাংলাদেশে যদি আমার বোনদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে আবার দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।’
খুলনা গেজেট/ টিএ