খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট
  রাজধানীর খিলগাঁওয়ে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

দ্য চেঞ্জ

রুমা ব্যানার্জি, কলকাতা থেকে

যখন, সমাজ ব্যবচ্ছেদের মন্থন দন্ডের ঘর্ষণে
উঠে এসেছিল এক পেয়ালা বিষ….

সেই বিষে কলম চুবিয়ে ,
মনের আগুনের রঙে লিখেছিলে তোমরা…এক
এক খানা মন ভেজানো কাব্য ….

না, আমি একা ছিলাম না সেখানে, রত্নাকর
থেকে ব্যসদেব হয়ে কালের ব্যবধানে এক এক করে উঠে এসেছিল মনু, বশিষ্ঠ গৌতম সহ বহু লেখক কবি …

সে কাব্যে ..কোথাও ছিল, ভাইয়ে ভাইয়ে শত্রুতা,
কোথাও বা ছিল ঘৃনার শব্দকোষ।

ছিল রাজনৈতিক যতি চিহ্নের সন্নিবেশ…
সবটুকু শুষে নিয়েছিল পৃথিবীমানবের , স্বপ্নিল মন।

এক এক করে জেগে উঠেছিলেন, ভারতচন্দ্র, মুকুন্দরাম,
চন্ডীদাস, কৃত্তিবাস, কাশীরাম..
মানুষের হাতে তুলে দিয়েছিলেন তাঁরা সকলে, এক ডালি বিশ্বাস ।

আজ আবার এই তমসা কাটাতে
দিন বদলের গান গাইতে, ফিরে এস সব….
ধরো কলম, এক এক করে তুলে আনো পালাবদলের কথা…

কবিতার ভাষায় ঝরাও আগুন,
ভাঙো সংকীর্ণতার বেড়াজাল…

চূর্ণ করো, ভেঙে চুরমার করে দাও ধর্মের নামে তৈরী ইমারত।

কবিবরেন্য বৃন্দ, আজ আবার একবার ফিরে এসো তোমরা,
মনের হুঁস আর মান জাগাতে, সম্প্রীতি ফেরাতে,
আর একবার মানুষ গড়তে।

প্লিজ কবিবরেষু বৃন্দ, আবার একবার কলম ধরো….।।।

 

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!