খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
  চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু কাল, ময়দানে আসছেন মুসল্লিরা

গেজেট ডেস্ক

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শুক্রবার। এরই মধ্যে প্রস্তুত হয়েছে ইজতেমা ময়দান। ইজতেমার এ পর্বে অংশ নিতে বুধবার ভোর থেকেই দেশ-বিদেশের মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। প্রথম পর্বের মতো এবারও সমানসংখ্যক মুসল্লি উপস্থিত থাকবেন বলে আশা ইজতেমা আয়োজক কমিটির। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব।

বুধবার ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, মুসল্লিরা মালপত্রের ব্যাগ, বস্তা ও লাগেজ নিয়ে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন। তাঁরা জানান, হেঁটে, ট্রাকে, পিকআপে যে যেভাবে পেরেছেন ইজতেমায় পৌঁছেছেন।

মাওলানা সাদপন্থি তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, ইজতেমায় বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। এখানে তাঁরা শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান।

তিনি বলেন, দেশের সব জেলা থেকে ৮৫ খিত্তার নজমের জামাত বুধবার ফজরের পরই ময়দানে চলে এসেছে। প্রতি খিত্তার জামাত, সেন্ট্রাল জামাতসহ দুই জামাতের প্রায় ২০ হাজার সাথি ময়দানে অবস্থান করছেন। তাঁদের নিয়ে সকাল থেকে ময়দানের বিভিন্ন বিষয়ে বয়ান হয়েছে। এশার নামাজের পরে নিজামউদ্দিনের হজরতরা মাসহারায় বসবেন। এটাই ইজতেমার মূল মাসহারা।

মোহাম্মদ সায়েম আরও বলেন, নিজামউদ্দিনের ৫০ জনের একটি জামাত বুধবারই ময়দানে চলে এসেছে। পাকিস্তানের জামাত ও নিজামউদ্দিনের জামাত থেকে মেহমানরা আসছেন। তাঁদের উপস্থিতিতে রাতে মাসহারা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!