খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র ঝুলন্ত মরদেহ উদ্ধার
  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষাতেও ফেল সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

দেড় যুগের ক্যারিয়ারে বল-ব্যাট হাতে সাকিব আল হাসানের ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ করেছে বাংলাদেশের ক্রিকেটকে। ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অ্যাকশন শোধরাতে টানা দ্বিতীয় দফায় পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি সাকিব। এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ কয়েকটি সংবাদমাধ্যম।

এমন পরিস্থিতিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে সাকিবকে রাখা নিয়ে দোটানায় বিসিবি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। সেই সঙ্গে প্রধান নির্বাচক অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন সাকিব বোলিং পরীক্ষায় পাশ না করায়।

এই বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং (বিস্ময়কর)।’

২০০৬ সাল থেকে শুরু করে ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে মোট ৭১২ উইকেট সাকিবের। কিন্তু ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ক্রিকেটেই এর আগে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। কাউন্টিতে সে প্রশ্ন ওঠার পর ধারণা করা হচ্ছিল, আঙুলের পুরোনো চোটের কারণেই সাকিবের কোনো ডেলিভারির অ্যাকশনে গড়বড় হয়ে থাকতে পারে।

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে। গত সেপ্টেম্বরে ডিভিশন-১ এ সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। এই ম্যাচ খেলার মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর কাউন্টি ক্রিকেটে ফেরেন সাকিব। ২০১১-১২ মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!