খুলনা, বাংলাদেশ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪
  আবার আমিরাতে আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা ঘোষণা করল দেশটির সরকার

দৌলতপুর-খানজাহান আলী থানায় বিএনপির ৩ পদে ১৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ

গেজেট ডেস্ক

খুলনা মহানগর বিএনপি’র অর্ন্তগত দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন২৪ এর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে মোট ১৬জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে দৌলতপুর থানায় ৩পদে ৭ জন ও খানজাহান আলী থানায় ৩পদে ৯জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। দৌলতপুর থানায় সভাপতি পদে ৪জন যথাক্রমে মো. মুর্শিদ কামাল, শরিফুল আনাম, মো: সিরাজুল হক নান্নু, মোঃ শাহাজি কামাল টিপু। সাধারণ সম্পাদক পদে ১জন শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন যথাক্রমে মো. মতলেবুর রহমান মিতুল ও জাহিদ হাসান খসরু।

খানজাহান আলী থানায় ৩পদে ৯জন মনোনয়ন সংগ্রহ করেছেন। যথাক্রমে সভাপতি পদে দুই জন কাজী মিজানুর রহমান ও সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড। সাধারন সম্পাদক পদে দুইজন আবু সাঈদ হাওলাদার আব্বাস ও মোল্লা সোহরাব হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে ৫জন যথাক্রমে এমদদুল হক, মো. সোহাগ, মো. হাসিবুর রহমান উজ্জ্বল, মীর মনিরুল ইসলাম সংগ্রাম ও মোঃ ফরহাদ হোসেন।

নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত তফসিল আনুযায়ী গতকাল ২৯ (শুক্রবার) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের পরে যাচাই-বাছাই শেষে নির্বাচন পরিচালনা কমিটি পুর্নাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেন। আজ দুপুর ১টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারন করেছেন নির্বাচন পরিচালনা কমিটি। প্রার্থীতা প্রত্যাহার শেষে নির্বাচন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন নির্বাচন পরিচালনা কমিটি।

উল্লেখ্য দৌলতপুর থানা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন ৩ডিসেম্বর ও খানজাহান আলী থানা বিএনপির সম্মেলন ৪ডিসেম্বর অনুষ্ঠিত হবে। – খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!