‘দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিশুদেরকে সঠিক শিক্ষা দেওয়া খুব জরুরি। আগামীর দেশ ও সমৃদ্ধ জাতি গঠনের প্রত্যাশায় আজকের শিশুকে সঠিক শিক্ষায় বলিয়ান করে গড়ে তুলতে হবে।’ তেরখাদায় শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণকালে এসব কথা বলেন যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।
রবিবার (৫ জানুয়ারি) উপজেলার বারাসাতস্থ নিজ গ্রামবাসীর মাঝে কম্বল, শাড়ি-কাপড় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পারভেজ মল্লিকের সহধর্মিনী জেবিন মল্লিক। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: রবিউল হোসেন, জুলফিকার মল্লিক, সেকেন্দার মল্লিক, বিএনপি’র নেতা বিল্লাল হোসেন, কে এম মোস্তাক আহমেদ, লালিম, গোলজার আলম, মান্নু শেখ, জিয়া সরদার, খায়রুল মোল্যা, জায়িন মল্লিক, সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিএনপি’র নেতাকর্মী প্রমুখ।
খুলনা গেজেট/ টিএ