সরকারের ‘নির্লিপ্ততায়’ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে অস্থিতিশীল করার ‘ষড়যন্ত্রের প্রতিবাদে’ নড়াইলে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
শহরের চৌরাস্তায় বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরাতন বাসটার্মিনালের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ। সরকারের উদাসীনতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গণতন্ত্র রক্ষা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই।
সমাবেশে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/এএজে