খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
  চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

দেশের মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ মার্কিন ডলার

গেজেট ডেস্ক

চলতি ২০২১-২২ অর্থবছরে (মার্চ পর্যন্ত) দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরে (২০২০-২১) এটি ছিল ২ হাজার ৫৯১ মার্কিন ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।

একই সময়ে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

মঙ্গলবার (১০ মে) শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

২০২০-২১ অর্থবছরের তুলনায় এ বছর (২০২১-২২) মানুষের মাথাপিছু আয় বেড়েছে ২১ হাজার ৭৩২ কোটি টাকা। মার্চ পর্যন্ত সাময়িক হিসাবে মাথাপিছু আয়-এর এই হিসাব প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস।

পরিকল্পনামন্ত্রী বলেন, গত বছরের শেষে মানুষের মাথাপিছু আয় ছিল ২৫৯১ ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। এই অর্থবছর শেষে সেটি হবে ২৮২৪ ডলার বা ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। এর আগের অর্থবছর ২০১৯-২০-এ মাথাপিছু আয় ছিল ২৩২৬ ডলার বা ১ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!